নিজস্ব প্রতিবেদন: আজ সকালেই শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজারহাটে NSG ভবন উদ্বোধনে যান অমিত শাহ। এ দিন এক ঢিলে দুই পাখি মেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটের NSG-র অনুষ্ঠানে নাম না করেন তোপ দাগলেন কংগ্রেস এবং পাকিস্তানের বিরুদ্ধে। তাঁর মন্তব্য, ৭০ বছরেও দেশের সুরক্ষা নীতি স্পষ্ট ছিল না। কিন্তু মোদী সরকার আসার পর আজ তা স্পষ্ট। পাশাপাশি তাঁর বক্তব্য, কেউ যদি দেশের সীমা লঙ্ঘন করে আঘাত হানে, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জামিনের আর্জি খারিজ, ১৫ জন আসামির সঙ্গে টানা ২ দিন জেল হেফাজতে শিলচরের অধ্যাপক


কী বললেন শাহ, রইল এক ঝলকে


* ৭০ বছরেও দেশের সুরক্ষানীতি স্পষ্ট ছিল না, মোদীর আসার পরর সুরক্ষা সুস্পষ্ট হয়েছে
* মোদী জামানায় সন্ত্রাসবাদের জিরো টলারেন্স নীতি
* জঙ্গি দমনে NSG বিশ্বে তুলনাহীন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় তাঁদের ভূমিকা অভূতপূর্ব। 
* মোদী জামানাতেই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক।