পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরামবাগ আর পুরশুরায়
ওয়েব ডেস্ক: পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরামবাগ আর পুরশুরায়। তবে খানাকুল দু নম্বর ব্লকের টিংরা, নসিবপুর, পলাশপাই, মোস্তাফাপুর, হায়াতপুর অবস্থা সঙ্গিন। জল নামেনি কোথাও। পৌছায়নি সরকারি ত্রাণও। বাড়ির ছাদে কোনওক্রমে দিন কাটছে দুর্গতদের।
বহুদিন পর আজ খাবার জুটলো। খিচুরি। পরিমান বেশি নয় , তবু তো অন্ন। পাকা বাড়ির ছাদের আপাত নিরাপদ আশ্রয় ছেড়ে মাথা ডুব জল সাঁতরে ত্রাণ বিলির নৌকার দিকে আসছেন দুর্গতরা। গত চার-পাঁচ দিন ধরে ভয়াবহ পরিস্থিতি আরামবাগ, খানাকুল গোঘাট এলাকায়। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরামবাগ আর পুরশুরায়।
তবে বৃষ্টি না হওয়ায় নতুন করে জলস্তর আর বাড়েনি। বরং জল নেমেছে।খানাকুল দু নম্বর ব্লকের টিংরা, নসিবপুর, পলাশপাই, মোস্তাফাপুর, হায়াতপুর অবস্থা সঙ্গিন। জল নামেনি কোথাও।
অভিযোগ উঠছে মুখে বলা হলেও সরকারি ত্রাণ আদতে পৌছায়নি বহু মানুষের কাছে। এমনকি অন্যান্য বার বন্যার সময় নামানো নৌকা, ডিঙ্গি এবার সেই ব্যবস্থাও নেই। আরামবাগের কিছু অংশে রাস্তায় জল নামায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আরামবাগ-খানাকুল রোডে এখনও জল নামেনি, শুরু হয়নি বাস চলাচল। খানাকুল দু নম্বর ব্লকের অবস্থা ভয়াবহ।