নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি ভাল নয়। এই অবস্থায় করোনায় একচিলতেও ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী। অত্যাবশকীয়  কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। প্রয়োজনে জোর করে হাসপাতালে। বাংলায়  মহামারী আইন জারির পর এবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বসার আগে নবান্ন একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকে রাজ্যবাসীর উদ্দেশে একাধিক বার্তা দিয়েছে মমতা। করোনা পরিস্থিতিতে বাংলায় জরুরি ত্রান তহবিল তৈরি, ২ টাকার বদলে রাজ্যে বিনামূল্যে খাদ্যশস্য। ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজের নির্দেশসহ একাধিক সতর্কতামূলক বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি বারবার নিজেকে জীবানু মুক্ত রাখার পরামর্শও দিলেন নেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার সতর্কতা বিষয়ে  কী বললেন মুখ্যমন্ত্রী দেখে নিন


*করোনা সন্দেহদের জন্য নতুন করে ওয়ার্ড তৈরি হবে। সাধারণ আইসিইউ তে করোনা আক্রান্তদের রাখা হবে না।
*প্রতিটি হাসপাতালে আলাদা ফিবার ক্লিনিক তৈরি হবে।
*নতুন তিনটি করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র তৈরি করা হচ্ছে। 
*প্রথম পর্যায়ে বিদেশ থেকেই ছড়িয়েছে, দ্বিতীয় পর্যায়ে রাজ্যে সংক্রমণ হয়েছে।
*বিদেশ থেকে যাঁরা এসেছেন তাঁরা সেচ্ছায় বাড়িতে থাকুন। সেচ্ছায় ঘরবন্দি না থাকলে সরকার বল প্রয়োগ করতে পারে।
*প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনই বেরোলেই ভাল
*State Emergency Relief Fund তৈরি করা হচ্ছে সোমবার থেকে। যারা স্বেচ্ছায় করোনার জন‍্য সাহায্য করতে চান তারা এই ফান্ডে সাহায্য করতে পারেন।
*সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য চাল-ডাল-গম পাবেন গরীবরা।
*৫ শতাংশ স্বাস্থ্যকর্মী বাড়িতে থাকছেন। 
*স্বাস্থ্য বিভাগের কর্মীদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে। 
*কেন্দ্রের থেকে সাহায্য মিলছে না।
*বেসরকারী সংস্থাগুলিকে ৫০ শতাংশ কর্মী কমানোর জন্য অনুরোধ করা  হয়েছে।
*সরকারী কর্মীরা বাড়ি থেকে ই-অফিসের সাহায্য কাজ করবেন