নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা পরিস্থিতিতে সামান্য স্বস্তি। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ। এ কথা আজই নবান্নে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাজ্যে বাড়ছে টেস্টের সংখ্যাও। গড়ে এখন ১০ হাজারের বেশি টেস্ট হচ্ছে রাজ্যে। তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্যে ৬০ শতাংশ ছুঁই ছুঁই সুস্থতার হার, জেনে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। সংক্রমিত মোট ১৪,৩৫৮। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৫৬৯ জনের। একদিনে ভাইরাস কেড়ে নিয়েছে  ১৪ জনের প্রাণ। তবে স্বস্তির খবর একটাই। রাজ্যে সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। 


আরও পড়ুন: শুধু শাশুড়ি নয়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে বিমানে কলকাতা এসেছিলেন অমিত


দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার ৭০০ মানুষের। একদিনে মৃতের সংখ্যায় রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। এ ক্ষেত্রেও আশা শুধুমাত্র সুস্থতার হারে। 


দেশে সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র এখনও সবার আগে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। আক্রান্ত ৫৬ হাজার ৮৪৫। সামান্য পিছনেই দিল্লি।