নিজস্ব প্রতিবেদন: বকখালিতে ট্রলার ডুবি। জম্মুদ্বীপের কাছে সমুদ্রে উল্টে গেল একটি ট্রলার। সূত্রের খবর, ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, পরশু দিন নামখানা ঘাট থেকে ট্রলারটি ছাড়া হয়। নিন্মচাপের কারণে হঠাৎ করে করে আবহাওয়া পরিবর্তন হলে বিপত্তি ঘটে। সূত্রের খবর, মাঝ সমুদ্রে ট্রলারটি ঘোরাতে গেলে জলের স্রোতে উল্টে যায়। অন্য ট্রলারের মৎস্যজীবীরা ওই ট্রলারটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পুরোপুরি ডুবে যায় ট্রলারটি।


আরও পড়ুন: মাসখানেক আগে পরিবারের ৪ সদস্যকে খুন! বাড়ির ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ, অভিযুক্ত যুবক


আরও পড়ুন: করোনা টেস্টের জন্য সোয়াব নিয়ে দেওয়া হতো ভুয়ো রিপোর্ট, শিলিগুড়িতে গ্রেফতার আরও ১


ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে অন্য ট্রলারের মৎস্যজীবীরা। আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তার খোঁজ চলছে। নিন্মচাপের কারণে সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকলেও, কেন ওই ট্রলারটি সমুদ্রে গেল? উঠছে প্রশ্ন।