নিজস্ব প্রতিনিধি: চুরি করতে দিয়ে বেঘোরে প্রাণ গেল ৩ চোরের। বুধবার সকালে হাওড়ার সাঁকরাইলের ন্যাশনাল জুটমিলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৩ জনের। আহত আরও ২। আহতদের জিজ্ঞাসাবাদের পর পুলিস জানতে পারে, লোহার যন্ত্রাংশ চুরি করতেই জুটমিলে ঢুকেছিল তারা। পুলিস তিনটি দেহই উদ্ধার করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে জুটমিল। লোহার দরজা কামড়ে ঝুলছে একটি তালা। মরচে পড়েছে তাতেও। দেওয়ালের ফাটল দিয়ে আছাগা জন্মেছে। সামনে গজিয়ে ওঠা ঘাসে তৈরি হয়েছে জঙ্গল। দিনের বেলাতেও ওই এলাকায় পা পড়ে না স্থানীয়দের। অবহেলা, অযত্নের ছাপও স্পষ্ট। তাই ‘অপারেশন’এর জন্য ওই জুটমিলকেই বেছে নিয়েছিল চোরের দল। তালা বন্ধ জুটমিলের যন্ত্রাংশ খুলে বেচে দেওয়ার ফন্দি এঁটেছিল ৫ যুবক। সেই লক্ষ্যেই জুটমিলে যাওয়া। আর তাতেই বেঘোরে গেল প্রাণ।