বাঙালি যুবককে বিয়ে করে বিপাকে পড়লেন রাজস্থানের তরুণী
ওয়েব ডেস্ক: ভালোবাসায় কীনা সহ্য করতে হয়। আবার তার প্রমাণ মিলল। বাঙালি যুবককে বিয়ে করে বিপাকে পড়লেন রাজস্থানের তরুণী। ওই তরুণীর বাবা-মার অভিযোগের ভিত্তিতে তরুণী এবং যুবক দুজনেই গ্রেফতার করেছে পুলিস। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দুই রাজ্যের পুলিস কীভাবে তরুণী এবং যুবককে গ্রেফতার করতে পারে? ঘটনার পর দুই রাজ্যের পুলিসের ভূমিকায় প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, দম্পতিকে একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছিল কালনা আদালত। তার পরও হেনস্থা সহ্য করতে হয় স্বামী-স্ত্রী ও ছেলের বাড়ির লোকজনদের। সূত্রের খবর, ছেলেটির বাড়ি কালনার পূর্বস্থলীতে এবং মেয়েটির বাড়ি রাজস্থানের করগাঁওয়ে।