নিজস্ব প্রতিবেদন: বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলেন দুই বোন। আচমকাই ভেঙে পড়ে বারান্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের, অপরজনের মৃত্যু হয় হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলুড়ের একটি চারতলা আবাসনে।
বেলুড়ের অম্বিকা টাওয়ার আবাসনের এ ব্লকে থাকতেন দীপ্তি ধুন্দ(৩২) ও তাঁর দিদি অনুরাধা শর্মা। শনিবার সন্ধ্যায় আবাসনের বারান্দায় বসে গল্প করছিলেন দুই বোন। আচমকাই ব্যালকনির একটি অংশ ভেঙে পড়ে। ছিটকে মাটিতে পড়ে যান দীপ্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় অনুরাধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে ছাড়ছে বেশ কিছু ট্রেন, এবার থাকছে বিশেষ ব্যবস্থাও!
খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন পুরপিতা রাজীব থাম্মান। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাব ছিল। বারবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।
প্রাক্তন পুরপিতা বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে এই আবাসনের কোনও রক্ষণাবেক্ষণ নেই। এর আগেও বিপদ এড়াতে আবাসনের বেশ কিছু অংশ ভেঙে ফেলার কথা বললেও তা আর করেনি আবাসন কর্তৃপক্ষ।" এই ঘটনার পর আবাসন কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।