চম্পক দত্ত: স্কুলে চোরেদের তাণ্ডব! আলমারি ভাঙা লন্ডভন্ড কাগজপত্র। চুরি হল মিড ডে মিলের সমস্ত সরঞ্জাম। রান্নার আভেন পর্যন্ত। এমন চুরির ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন। এদিকে স্কুলে চুরির জেরে বন্ধ মিড ডে মিলের রান্না। রান্না না করেই ফিরতে হল রাঁধুনিদের আর স্কুলে দুপুরের খাবার না খেয়েই ফিরতে হল পড়ুয়াদের। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Amrit Bharat Station Scheme: রেল কাম ঝমাঝম! এবার আন্দুল স্টেশনেও এসে লাগল 'অমৃত ভারতে'র ঢেউ!


জানা যায়, অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে স্কুলে আসেন শিক্ষকেরা। এসে দেখেন স্কুলের সমস্ত গেটের তালা ভাঙা! অফিসরুমে তিনটি আলমারির তালা ভাঙা! ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে কাগজপত্র। মিড ডে মিলের রান্নার চাল-মশলা বাসনপত্র-সহ রান্নার সরঞ্জাম-- সিলিন্ডার বাদে প্রায় সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়েছে চোর! ঘটনা জানাজানি হতেই স্কুল-চত্বরে জড়ো হন এলাকার মানুষজন। তাঁরা এসে দেখেন, স্কুলের অফিসরুম, কিচেন রুম, স্টোর রুম-সহ প্রতিটি শ্রেণিকক্ষের তালা ভাঙা! ফলে, আজ, বুধবার স্কুলে এসেও ৩০ জন পড়ুয়া দুপুরের খাবার না খেয়েই ফিরে যেতে বাধ্য হয়। রাঁধুনিরা স্কুলে এলেও তাঁরাও পরিস্থিতি দেখে বাড়ি ফিরে যান।


চুরির খবর পেয়ে স্কুলে যান ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল মল্লিক। তবে ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে স্কুলের মোট ৩০ জন পড়ুয়ার জন্য আজ দুপুরে দোকান থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপপ্রধান।


এখন এলাকার মানুষজন চাইছেন, যেন দ্রুত মিড ডে মিলের সমস্ত কিছু সরঞ্জাম এনে আগামী কাল থেকেই মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করে ফেলা যায়। স্থানীয় প্রশাসনকে তাঁরা এই মর্মে অনুরোধও জানাচ্ছেন। তা না হলে স্কুলে অনির্দিষ্টকালের জন্য পড়ুয়াদের মিড ডে মিল বন্ধ হয়ে পড়বে।


আরও পড়ুন: Hooghly: মাসের পর মাস ধরে পানীয় জলের হাহাকার গ্রামে! গরমের আগেই বিপত্তি...


স্কুলের প্রধান শিক্ষক জানান, চুরির বিষয়টি বিভিন্ন দফতরে জানানো হয়েছে। মিড ডে মিল আগামীকাল থেকেই যাতে চালু করা যায়, সেজন্য যা যা চুরি গিয়েছে, সেসব অচিরেই কিনতে হবে। সেজন্য আবেদনও করা হয়েছে স্কুলের তরফে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)