নিজস্ব প্রতিবেদন: বুলবুল ঝড়ে বিপর্যস্ত পাঁচ লক্ষ কৃষককে ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বৈধ কাগজপত্র না থাকায় বর্গাদার ও ক্ষেত মজুরকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না রাজ্য সরকার। সেকারণেই তৈরি হল নয়া নিয়ম। জানা গেছে, যেসব কৃষক বা বর্গাদারের বৈধ কোনও কাগজপত্র নেই, তাঁদের ওয়ারিশন সার্টিফিকেট দেবে পঞ্চায়েত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মায়ের ভাষার উদযাপনে একুশের সীমান্তে রক্ত দেবে এপার-ওপার বাংলা


তাতে উল্লেখ থাকবে, সংশ্লিষ্ট কৃষক বা বর্গাদার ওই জমির সঙ্গে যুক্ত। তাতেই মিলবে ক্ষতিপূরণের টাকা। ইতিমধ্যে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু কৃষকই ক্ষতিপূরণের চেক পেয়েছেন। কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, পাঁচ লক্ষ কৃষক এখনও টাকা পাননি। এঁদের অনেকেরই জমি ভাগ হয়ে গিয়েছে, কিন্তু কাগজ নেই। অনেকের আবার মিউটেশন সার্টিফিকেট নেই।