নিজস্ব প্রতিবেদন: নগদ টাকা, গয়না-সহ চোর নিয়ে গেল পালঙ্কও। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চুরির কারণ খুঁজতে গিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। এলাকার নেতা জানালেন, দলবদলই নাকি এই চুরির কারণ।


নগদের সঙ্গে সোনাদানা-সহ সাধের পালঙ্কটি নিয়েও চম্পট চোরবাবাজির। বাদ পড়েনি শিমুলতুলোর গদিও। শনিবার বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেলকর্মী অলোককুমার যাদবের। বিষয়টি নিয়ে চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের। চুরি নিয়ে তরজা শুরু তৃণমূল-বিজেপির। 


আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন অলোক। ২৩ ডিসেম্বর থেকে কলকাতায় আয়োজিত একটি মেলা উপলক্ষে সেখানেই রয়েছেন গৌরী। বছরের শেষ দিনে রাতে ডিউটিতে যান অলোক। শনিবার বিকেলে বাড়ি ফিরে অলোক দেখেন সদর দরজায় তালা নেই। ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি খোলা। আলমারির ভিতর নগদ প্রায় ৫০হাজার টাকা-সহ প্রায় আড়াই লাখ টাকার সোনার গয়না নেই। সব চেয়ে বড় কথা, ঘরের বিছানা-সহ গোটা খাটটিই উধাও! ঘটনার তদন্তে নামে পুলিশ। 


যদিও চুরির ঘটনায় তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কিছুদিন আগেই অলোক তৃণমূলে যোগদান করেছেন। তাই এই চুরির পিছনে বিজেপি জড়িত। অন্য দিকে, এ বিষয়ে বিজেপির বক্তব্য, এলাকায় আলোর অভাব রয়েছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। আমাদের মনে হয়, এই চুরির পিছনে তৃণমূলের যোগসাজশ রয়েছে।


Also Read: মাছ চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের