অরূপ বসাক: নুনের মধ্যে নেশা জাতীয় সামগ্রী মিশিয়ে খাইয়ে বড়সড় চুরি হয়ে গেল মালবাজার মহকুমার বাতাবারি ফার্ম বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সুখনন্দন নাইক নামে একজনের বাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মহারাষ্ট্রের তিলকনগর থানায় ১৭টি মামলা রয়েছে, সাধুকে ডিজিটাল অ্যারেস্ট করেও আশীর্বাদ চাইল প্রতারকরা


ঘটনার খবর পেয়ে আজ সকালে ওই বাড়ীতে যায় মেটেলি থানার পুলিস। যাবতীয় বিষয়ে তদন্ত করা হয়। জানা গিয়েছে, সকলের অজান্তে দিনের বেলাতেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নুনের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। ওই নুন দিয়েই রাত্রে রান্না করে খায় বাড়ির লোকজন। রাত্রে খাবার খেয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়ে সকলেই। রাত্রে দুষ্কৃতীরা ঘরের জানালার লোহার রড ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে নগদ টাকা-পয়সা, মোবাইল সহ আলমারির  তালা ভেঙে সোনার গয়না নিয়ে চম্পট দেয়।


বাড়ির মালিক সুখনন্দন নায়েক বলেন, সম্ভবত দিনের বেলায় কেও বা কারা আমাদের খাবার নুনের মধ্যে কিছু নেশার সামগ্রী মিশিয়ে দিয়েছিল। কারণ দুপুরে পর থেকেই আমাদের সকলের ঘুম ঘুম পাচ্ছিল। রাতের বেলায় বাড়ির সবাই নেশার কারনে সবাই ঘুমিয়ে পড়ি। আর এই সুযোগে চোরের দল ঘরে ঢুকে সমস্ত কিছু নিয়ে যায়। সকালে উঠে দেখি বাড়ির আলমাড়ি খোলা। সমস্ত কিছু এলোমেলো করে রাখা হয়েছে। নগদ টাকা, সোনা অলঙ্কার, মোবাইল সব চুরি হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। তিনি আরো বলেন, আমরা যে পাত্রের মধ্যে নুন রাখি, সেই পাত্রের নুন হঠাৎ বেড়ে যায়। তাতেই আমাদের সন্দেহ। ওই নুনেই কিছু মিশিয়েছিল চোরের দল।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)