``বিজেপি করলে মুণ্ড কেটে নেওয়া হবে``, পোস্টার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে
বুধবার সকালে নিউটউনের আকন্দকেশরিতে বেশ কয়েকটি জায়গায় ``বিজেপি করলে মুন্ডু কেটে নেওয়া হবে`` লেখা পোস্টার পড়ে থাকতে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদন: নিমতার পর নিউটাউনে। বিজেপি করলে মুণ্ডু কেটে নেওয়ার হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের আকন্দ কেশরিতে।
বুধবার সকালে নিউটউনের আকন্দকেশরিতে বেশ কয়েকটি জায়গায় ''বিজেপি করলে মুন্ডু কেটে নেওয়া হবে'' লেখা পোস্টার পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় থানায়। পুলিস গিয়ে পোস্টারগুলি খুলে নেয়। করা পোস্টারগুলি লাগিয়েছিল, তা জানা যায় নি। তদন্তে নিউ টাউন থানার পুলিস।
জানা গিয়েছে, এখানে তিনটি ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসাবশতই এই হুমকি পোস্টার কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আয়োজনের দায় নিতে নারাজ বিশ্বভারতী, বন্ধের মুখে শান্তিনিকেতনের পৌষ মেলা
অন্যদিকে, একটি পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ায় উত্তর দমদম পুরসভার অন্তর্গত নিমতায়। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির বাড়িতে পড়ল হুমকি পোস্টার। ঘটনাস্থলে নিমতা থানার পুলিস।
নিমতার দক্ষিণ প্রতাপগড় এলাকার যুব তৃণমূল সভাপতি নির্মল বালার বাড়িতে বুধবার সকালে ওই পোস্টার দেখা যায়। সকালে বাইরে বেরিয়ে পোস্টারটি দেখতে পান বাসিন্দারা। পোস্টারে লেখা, 'তৃণমূল করছিস নির্মল বালা। তোর মুন্ডু কেটে ফুটবল খেলব। আরো অনেকে আছে। জয় শ্রী রাম। বিজেপি জিন্দাবাদ।'