তার ছিঁড়ে পড়ে বিদ্যুত্স্পৃষ্ট ৩ শিশু
সকালে জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল বছর সাতের মহঃ শাহিদ বছর নয়ের মফিরুল শেখ ও বছর আটের ফারহান আনসারি।
নিজস্ব প্রতিবেদন: বিদ্যুতের তার ছিঁড়ে গুরুতর জখম তিন শিশু। চুঁচুড়া হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিত্সাধীন। মগরার রোরোপাড়ার ঘটনা।
আরও পড়ুন: চায়ের প্লেট হাতে নিয়ে এগোতেই এই ব্যক্তির জামার বুকে চোখ গিয়েছিল দোকানির, চেঁচিয়ে উঠতেই পর্দাফাঁস
বৃহস্পতিবার সকালে জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল বছর সাতের মহঃ শাহিদ বছর নয়ের মফিরুল শেখ ও বছর আটের ফারহান আনসারি। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাদের ওপর। আহত অবস্থায় মাঠেই পড়েছিল তারা।
আরও পড়ুন: শুরু আজ, চলবে পুজোতেও! নিম্নচাপের বৃষ্টিতে পুজোর কোন কোন দিন ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গ জেনে নিন
স্থানীয় বাসিন্দারাই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাদের পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তাঁরা। পাশে পড়ে থাকা ছেড়া তার ও শিশুগুলির মুখ দিয়ে গ্যাজলা বেরোতে দেখে সন্দেহ হয় তাঁদের। তিন শিশুকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখনও বিপন্মুক্ত নয় তারা।
স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতায় রেফার করা হয়েছে। তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।