ওয়েব ডেস্ক: পুরনো বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল। আর তার জেরে ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের ৩ জন ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার জলাদেওড়ায়। একই পরিবারের সদস্য সেলিম, বুরহান, এক্রামুলদের সঙ্গে অন্য পরিবারের গোলাম,  সোহেল,  রাজু ও আলমের বিবাদ রয়েছে অনেকদিন ধরেই। এই বিষয় নিয়ে মামলাও হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাইশ দিনের অপেক্ষা শেষ, অবশেষে দুতরফেই রেলপথে জুড়ে গেল এনজেপি-কলকাতা


গতকাল রাতে মামলার বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলতে যান সেলিমরা। তখনই উত্তেজিত হয়ে রাজু-আলমরা তাঁদের কোপাতে শুরু করেন বলে অভিযোগ। সেলিম ও তাঁর দুই ছেলে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। সেখানেই এখন তাঁদের চিকিতসা চলছে।


আরও পড়ুন  ফের উত্তপ্ত বিশ্বভারতী, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা