প্রদ্যুত্ দাস: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়ংকর এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। মঙ্গলবার ভোরে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাকে পেছন থেকে প্রবল বেগে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যানে। ঘটনাস্থলেই নিহত ৩ জনের নাম জাস্টিন বেসরা, পবিত্র পাহান ও আমিন টুডু। তৃতীয়জন পিকআপ ভ্যানের চালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বৈঠকে সমাধান না মেলায় ধর্মঘটে ব্যবসায়ীরা, আগামিকাল থেকে আর পাতে পড়বে না আলু!


দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ। পুলিস সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি যাচ্ছিল একটি ট্রাক। সেইসময় পিছন থেকে একটি ফুলকপি বোঝাই পিকআপ ভ্যান প্রবল বেগে ট্রাকের পেছনে ধাক্কা মারে। প্রবল ওই ধাক্কায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।


ওই দুর্ঘটনা গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক-সহ ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ময়নাগুড়ি থানার পুলিস, হাইওয়ে ট্রাফিক ও দমকলের কর্মীরা। আহত ৩ জনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনেক মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস।


মৃত জাস্টিন বেসরার অত্মীয় পরমেশ্বর সরেন বলেন, জাস্টিনের বাড়ি চোপড়াতে। এরা সবজি আনলোড করতে গিয়েছিল। ফেরার পথে এই ঘটনা। মাঝে মধ্যে গাড়িতে কাজ করত।


প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্পের কর্মী বাসুদেব নন্দী বলেন, যখন দুর্ঘটনা ঘটে তখন ঘটনাস্থলের কাছাকাছিই ছিলাম। হঠাত্ একটা শব্দ হল। আমি পাম্প ছেড়ে যেতে পারিনি। পাম্পের কর্মীরা গিয়ে দেখে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি লরি পিকআপ ভ্যানকে মেরেছে। যা শুনলাম তাতে ঘটনাস্থলেই তিনজন মারা গিয়েছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)