নিজস্ব প্রতিবেদন:  সোমবার সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপকূল অঞ্চলগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, গত দুদিনের জলোচ্ছ্বাসকে ছাপিয়ে যেতে পারে সোয়ল ওয়েভ। সুন্দরবন, দিঘায় মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফাঁকা করে দেওয়া দিঘা সমুদ্র সৈকত। সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।


আরও পড়ুন: ফেসবুকে শাঁখা সিঁদুর পরা ছবি দেখেই তরুণীকে হবু স্বামীর ফোন! তারপর...


গত কয়েকদিন ধরেই জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে কলকাতা সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে সন্ধ্যা হলেই বৃষ্টি নামছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে।