নিজস্ব প্রতিবেদন : ফের বাঘ আতঙ্ক। লালগড়ের পর এবার বাঘ আতঙ্ক চন্দ্রকোণায়। সাত সকালে বড় বড় পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের কর্মীরা। চন্দ্রকোণা থানার রামগড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় গর্জনের শব্দ শুনতে পান তাঁরা। আর তারপরই শুক্রবার সাত সকালে এলাকায় পায়ের ছাপ দেখতে পান তাঁরা। প্রথমে গর্জন, তারপর পায়ের ছাপ, সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


স্থানীয়রা বলছেন, রামগড় এলাকাটি জঙ্গল লাগোয়া। এত বড় পায়ের ছাপ কোনও বড় জন্তুরই হতে পারে। আর সেক্ষেত্রে বাঘের পায়ের ছাপ হওয়ার সম্ভাবনা-ই বেশি। পায়ের ছাপ দেখতে পাওয়ার পরই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের লোকেরা। ধামকুড়া ও আঁধারনয়ন রেঞ্জের বিট অফিসাররা খতিয়ে দেখছেন সেই পায়ের ছাপ।



আরও পড়ুন, গাড়িতে ধাক্কা, খুনের হুমকি! রাতের শহরে মদ্যপদের হাতে হেনস্থার শিকার অভিনেতা জিতু কমল


অফিসাররা জানিয়েছেন, পায়ের ছাপের ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসীদের ভয়ের কোনও কারণ নেই। বন দফতর সবসময় সজাগ রয়েছে বলে আশ্বস্ত করেছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোণা থানার পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকরাও।