নিজস্ব প্রতিবেদন:  তিতলির  প্রভাবে ইতিমধ্যেই রাজ্যে পড়তে শুরু করেছে।  পূর্বাভাস বলছে, তিতলির প্রভাবে রাতভর বৃষ্টি চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়েছে তিতলি। নিম্নচাপের জেরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুর্যোগ চলবে। জানা গিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। তিতলির জেরে হাওড়া, সাঁতরাগাছি, খড়্গপুর থেকে ছাড়া বেশ কিছু ট্রেনের সময়সূচি বদলেছে। 


আরও পড়ুন: 'তিতলি'তে রাজ্যে প্রথম বলি, লণ্ডভণ্ড হল পশ্চিমবঙ্গের এই জেলা! এই পথেই বয়ে গেল ঝড়...দেখুন দৃশ্য


দেখে নিন ট্রেনের নতুন সময়সূচি...


১) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস শুক্রবার ২.২৫-এর বদলে হাওড়া থেকে  ছাড়বে সন্ধ্যায় ৬টায়।


২) ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই এসি এক্সপ্রেস শুক্রবার সাঁতরাগাছি স্টেশন থেকে  সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১.৩০টায় ছাড়বে।


আরও পড়ুন: পুজোর মধ্যে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!


৩)  ২২৮১৭ হাওড়া-মহীসূর এক্সপ্রেস শুক্রবার বিকাল ৪.১০মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। তার পরিবর্তে শনিবার সকাল ৭.২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।


৪)  ২২৬০৩ খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস শুক্রবার দুপুর ২.০৫ মিনিটে খড়্গপুর থেকে ছাড়ার কথা ছিল। তার পরিবর্তে শনিবার খড়্গপুর থেকে দুপুর ২.০৫ মিনিটে ছাড়বে।


৫) ২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস শুক্রবার পুরী থেকে বিকাল ৩টের পরিবর্তে বিকাল ৫ টায় ছাড়বে।