নিজস্ব প্রতিবেদন: বিজেপির রথযাত্রার  পাল্টা তাস দিলেন অনুব্রত মণ্ডল। ঘোষণা মতো বৃহস্পতিবার সকালে হরিনাম সংকীর্তন বেরলো বোলপুরে । এদিন সকালে  শহরের রাস্তায় হাতে খোল করতাল নিয়ে র‍্যালি করলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, বুধবারই কেষ্টর গড়ে নিয়ে তাঁর নাম না করে চাঁচাছোলা ভাষায় বিদ্ধ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার রেল ময়দানের মাঠে ট্রাক্টরের উপর দাঁড়িয়ে  দিপীল ঘোষ বলেন, "আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়’।  তারপরই পাল্টা অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, রথের পাল্টা বীরভূমের রাস্তায় সংকীর্তন বেরোবে।


আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে ‘কুকুর’ বললেন দিলীপ, পাল্টা আক্রমণে কেষ্টও


সূত্রের খবর, ইতিমধ্যেই জেলার শিল্পীদের বিতরণ করার জন্য ৪ হাজার খোল ও ৮ হাজার খঞ্জনি কেনা হয়েছে।  বিজেপির ‘হিন্দুত্বের রাজনীতি’র পাল্টা দিতে ‘চড়াম চড়াম’  ডাক নয়, খোল করতালের ওপরই ভরসা রাখছেন কেষ্ট। খোল করতাল বাজিয়েই এবার ‘বীর-ভূমি’ মাতাতে চাইছেন তিনি।


এর আগে বীরভূমে ব্রাহ্মণ সম্মেলন করেছিলেন অনুব্রত মণ্ডল। করেছিলেন সংখ্যালঘু ও আদিবাসী সম্মেলনও। এবার খোল-করতাল সহযোগে এলাকায় নাম সংকীর্তন করে মাতিয়ে দিতে বদ্ধপরিকর কেষ্ট।