নিজস্ব প্রতিবেদন:  রাস্তা মেরামতিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়ার মুখগুলি গ্রাম। সংঘর্ষে আহত তৃণমূলের ১১ জন কর্মী-সমর্থক। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মর্গের সামনে প্রকাশ্যেই সাপে কাটা গৃহবধূর সঙ্গে ঘৃণ্য কাজ ব্যক্তির!


চোপড়া ব্লকের মুখগুলি গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার একটি রাস্তা ক’দিন ধরে বৃষ্টিতে জলমগ্ন। অভিযোগ, স্থানীয় চোপড়া গ্রামপঞ্চায়েত থেকে রাস্তায় পাথর ফেলার কাজ শুরু করলে বিজেপির কর্মী সমর্থকেরা বাধা দেন। যদিও বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগ, এলাকার নালা বন্ধ করে রাস্তা মেরামত হওয়ায় জল জমছিল এলাকায়। এনিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। স্থানীয় তৃনমূল নেতা হাসান কামালের অভিযোগ, বিজেপিনেতা শাইন আখতারের নেতৃত্বে বিজেপির কর্মীরা ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে তাঁদের কর্মীদের উপর হামলা চালান। সংঘর্ষে আহত হন তৃণমূলের ১১ জন কর্মী। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।