নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের ফল ঘোষণা হতে না হতেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার শালতোড়া। সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হলেন এক বিজেপি নেতা। ভাঙচুর করা হয়েছে তৃণমূল নেতার বাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ সকাল থেকে দফায় দফায় দু দলের  কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে এক বিজেপি নেতা গুলিবিদ্ধ হন।  বিদ্যুৎ দাস নামের স্থানীয় ওই বিজেপি নেতার বাম কানে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  


আরও পড়ুন, তৃণমূল কর্মীর বাড়ির মহিলাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে


বিজেপি কর্মীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কালীপদ রায়ের নির্দেশে পুলিসের সামনেই গুলি চালিয়েছে শাসকদলের কর্মীরা।  ঘটনার পরই অবিলম্বে কালিপদ রায়কে গ্রেফতার ও শালতোড়া থানার ওসির বদলির  দাবিতে শালতোড়া থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।


যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কালীপদ রায়। উলটে তাঁর পাল্টা অভিযোগ, বিজেপির লোকজন আজ অতর্কিতে তাঁর বাড়িতে হানা দেয়। ব্যাপক ভাংচুর চালায়। হামলা চালানো হয় তাঁর পরিবারের লোকেদের উপরেও।


আরও পড়ুন, ভোটের ফল বেরতেই হিংসা, বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, ধারালো অস্ত্রের কোপ


এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শালতোড়া বাজারে বিপুল সংখ্যক পুলিস মোতায়েন করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির বিক্ষোভ সামাল দিতে শালতোড়া থানাতেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।