ওয়েব ডেস্ক: থানায় বিজেপির ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র হাওড়ার শিবপুর। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিসকে লক্ষ্য করে ইট। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিসের লাঠি, কাঁদানে গ্যাস। আহত দু-পক্ষেরই বেশ কয়েকজন। আক্রান্ত দলীয় কর্মীরা। ব্যবস্থা নিচ্ছে না পুলিস। এই অভিযোগে শনিবার শিবপুর থানায় ডেপুটেশন দিতে যায় বিজেপি। থানার সামনে সভা করে তারা। বিকেল চারটে নাগাদ আচমকা বদলে যায় পরিস্থিতি। শিবপুর থানার একদিকে কাজিপাড়া। অন্য দিকে ফজিরবাজার। দু-দিক থেকে উড়ে আসতে শুরু করে ইট। ব্যারিকেড তৈরি করে সামাল দেওয়ার চেষ্টা করে পুলিস। থানার ভিতর আটকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় নামানো হয় RAF, কমব্যাট ফোর্স। কাঁদানে গ্যাস, লাঠিতে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিস। ঘটনার জন্য বিজেপি-তৃণমূল দু-পক্ষই একে অপরকে দায়ী করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বোর্ড মিটিংয়ে ধুন্ধুমার শিলিগুড়ি পুরসভা, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মেয়র অশোক ভট্টাচার্য


পুলিসের লাঠিতে আহত হন তৃণমূল কর্মীরা। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে থানায় আটকে পড়া বিজেপি কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় পুলিস। এলাকায় চাপা উত্তেজনা থাকায় বাড়তি নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন  দিনমজুরের স্ত্রী পর্ন ভিডিও, গ্রেফতার মূল অভিযুক্ত