কিরণ মান্না: আর বাকি মাত্র ২৪ ঘণ্টা। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সঙ্গে বোমাবাজি, মারধর, গাড়ি ভাঙচুরও! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই তুলকালাম নন্দীগ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Suvendu Adhikari: 'ভাইপোকে প্যাক আপ করব', খাসতালুকেই এবার মেজাজ হারালেন শুভেন্দু!


অভিযোগ, এদিন নন্দীগ্রামে কালীচরণপুরে তৃণমূলের উপপ্রধানের উপরে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা তাঁকে! চলে বোমাবাজিও। এরপর খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন হামলাকারীরা পালিয়ে যায়। ওই উপ-প্রধানকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে পুলিস।


এদিকে নন্দীগ্রামে রেয়াপাড়ার কাছে একটি পথসভা করছিল বিজেপি। সেই সভায় আবার তৃণমূলের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ ওঠেছে। দু'পক্ষে সংঘর্ষে আহত বেশ কয়েকজন।



আরও পড়ুন:  Dakshin Dinajpur: যোনিতে সোনার বিস্কুট! পাচারের সময়ে ধরা পড়লেন, কে এই রহস্যময়ী?


নন্দীগ্রাম যে লোকসভা কেন্দ্রের মধ্যে, সেই তমলুকে ভোট ২৫ মে ষষ্ঠ দফায়। তখন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে তাঁর বিরুদ্ধে  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জিততে পারেননি। 


লোকসভা ভোটে তৃণমূলের নজর সেই নন্দীগ্রামেই। সম্পতি হলদিয়ায় নির্বাচনী জনসভায় স্বয়ং মমতা বলেন,  'আমাকে প্রতারণা করা হয়েছিল। আমার ভোট লুঠ  করা হয়েছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমি আজ না হয় কাল, এর বদলা তো নেবই'। এরপর আগামীকাল, বুধবার নন্দীগ্রামে ভোট-প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)