TMC-BJP সংঘর্ষে ফের বোমাবাজি নানুরে, আটক দু-দলের বেশ কয়েকজন
BJPর অভিযোগ গতকাল বিকেলে নানুরের বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে তারক সাহা প্রচার করতে গিয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত নানুর, দফায় দফায় বোমাবাজিতে উত্তেজনা এলাকায়। BJP প্রার্থীর প্রচারে বাধা দিতেই এলাকায় বোমাবাজি আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আজ প্রচারে আসার কথা নানুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তারক সাহার।
BJPর অভিযোগ গতকাল বিকেলে নানুরের বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে তারক সাহা প্রচার করতে গিয়েছিল। তখনও তাঁকে বাধার মুখে পড়তে হয়। দু'রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল TMCর বিরুদ্ধে। এরপরই দু-দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপির কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। উল্লেখ্য, রাতেই ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।