নিজস্ব প্রতিবেদন : এবার অস্থিরতা বনগাঁ পুরসভায়। বনগাঁর তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন কাউন্সিলর। অনাস্থা প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। অনাস্থার বিষয়ে পুরমন্ত্রীর সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে দাবি ওই কাউন্সিলরদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২২ আসনের পুরসভা। তার মধ্যে ২০টি আসন তৃণমূলের দখলে রয়েছে। একটি করে ওয়ার্ড সিপিআইএম ও নির্দলের দখলে আছে। এখন পুরপ্রধান শঙ্কর আঢ্যর প্রতি অনাস্থা জানিয়ে মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন তৃণমূলেরই ১১ জন কাউন্সিলর। বিক্ষুব্ধদের দাবি, তাঁর দল ছেড়ে যাবেন না। কিন্তু পুরপ্রধানকে সরিয়ে দিতে হবে।


আরও পড়ুন, হারের জন্য দায়ী, কোচবিহার জেলা সভাপতি পদ থেকে অপসারিত রবীন্দ্রনাথ ঘোষ


দাবির প্রেক্ষিতে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ যেমনটা চাইবেন, তেমনই হবে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে পুরপ্রধান  শঙ্কর আঢ্য-ও বলেছেন, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তৃণমূল সূত্রে খবর, এই বিষয়ে ১২ জুন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।