নিজস্ব প্রতিবেদন: বিরাটি সিদ্ধেশ্বরী বাজারের সামনে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ সদস্যতা অভিযান শেষ করে কয়েকজন বিজেপি কর্মী নিমতার বিরাটি সিদ্ধেশ্বরী বাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময়ে উত্তর দমদম পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেলী হালদার ও তাঁর স্বামী তৃণমূল নেতা স্বপন হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের আরও অভিযোগ, ওই দুষ্কৃতিরা মদের বোতল ও টিউব লাইট দিয়ে তাদের সহকর্মীদের ব্যাপক মারধর করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এই ঘটনার জেরে বিজেপি কর্মীরা রাত সাড়ে এগারোটা নাগাদ নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় এফআইআর দায়ের করে। যদিও ঘটনার বিষয়ে উত্তর দমদম পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেলী হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন।


আরও পড়ুন - ফিরছে স্টাফ সিলেশন কমিশন, তবে কি খুলবে গ্রুপ ডি-র দরজা