নিজস্ব প্রতিবেদন:  হালিসহর পুরসভা পুনর্দখল করল তৃণমূল। দলে ফিরলেন হালিসহর পুরসভার  কাউন্সিলররা। চেয়ারম্যান-সহ ফের তৃণমূলে ফিরলেন ৮ কাউন্সিলর। বিধানসভায় দাবি করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চেয়ারম্যান-সহ তৃণমূল কাউন্সিলরের সংখ্যা হল ১২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ফিরহাদ হাকিম অভিযোগ করেন, হালিসহর-সহ গোটা বারাকপুর শিল্পাঞ্চলে সন্ত্রাসের শাসন কায়েম করেছেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। বিজেপিতে যোগ দিতে অস্বীকার করলেই শুরু হচ্ছে নির্যাতন। তেমনই ভয় দেখিয়ে সেখানকার চেয়ারম্যান ও কাউন্সিলরদের বিজেপিতে যোগদান করানো হয়েছে।


ফি বছর বাংলা ডুবছে, চুপচাপ বসে আছে কেন্দ্র, বিধানসভায় দাঁড়িয়ে তোপ মুখ্যমন্ত্রীর


হালিসহর পুরসভায় মোট ২৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২১টি। ১ জন নির্দল ও ১ জন বিজেপি কাউন্সিলর ছিলেন। লোকসভা নির্বাচনের পর চেয়ারম্যান-সহ ১৬ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেয়। যার ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। দলবদলকারীরা তৃণমূলে ফিরতেই আবার বদলাল ভারসাম্য। এবার অ্যাডভান্টেজ তৃণমূল।