নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আরামবাগ। ক্ষমতা দখলকে কেন্দ্র করে আরামবাগের হরিণখোলা ১ নম্বর অঞ্চলের সাহাবাগ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত সদস্য মোসলেমা বিবির স্বামী শেখ জাহির ও তাঁর ছেলে সেখ সাজিমের সঙ্গে যুবনেতা শেখ লাল্টু খানের বিবাদ দীর্ঘদিনের। এদিনও তা মাথাচাড়া দিয়ে ওঠে। 


আমাদের তো কখনও কুর্তা পাঠাননি মমতা! মোদীকে দেওয়া উপহার নিয়ে কটাক্ষ রাজ বব্বরের
অভিযোগ, লাল্টুর অনুগামীরা মোসলেমা বিবির স্বামী ও ছেলের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান। 
এই ঘটনায় লাল্টুর অনুগামী শেখ ইয়ানুশ, শেখ হারুণ, শেখ মাবুল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও লাল্টুর পাল্টা অভিযোগ, শনিবার আরামবাগে ববি হাকিমের জনসভা। সেই সভা নিয়েই দুপক্ষের মধ্যে বিতর্কের সূত্রপাত। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।