নিজস্ব প্রতিবেদন:   ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম।  এবার ঘটনাস্থল বীরভূমের সদাইপুরের তরুগরিহাট গ্রাম। রবিবার  সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে চলে ব্যাপক বোমাবাজি।  এলাকায় মোতাইন বিশাল পুলিশ বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুলিস-তৃণমূলকে লাঠি মারুন, মাথা ফাটান, নিদান তৃণমূল নেতার


পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  জেলার দুই নেতা ভোলা মিত্র ও সর্নময় সিনহা এই দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের।   মাঝেমধ্যে তা প্রকাশ্যে চলে আসে। রবিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।


আরও পড়ুন: ছাত্রীর ঝলসে যাওয়া দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ


স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সকালে এক গোষ্ঠী  সমর্থন যাচাইয়ের জন্য গ্রামবাসীদের স্বাক্ষর  গ্রহণ  করছিলেন।   আর  সেই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  চলে ব্যাপক বোমাবাজি।  গ্রাম জুড়ে  আতঙ্কিত  মানুষ।   গ্রাম কার দখলে থাকবে?  তাকে কেন্দ্র করেই শুরু এই সংঘর্ষের।   এলাকায় মোতায়েন রয়েছে পুলিস বাহিনী। থমথমে রাস্তাঘাট।  গ্রামের রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতোলি। বেশ কয়েকটি জায়গায় বোমার দাগ রয়েছে।