নিজস্ব প্রতিবেদন : ফের উত্তপ্ত বাসন্তী। এবারও সেই শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। ফুলমালঞ্চের নির্দেশখালিতে যুব তৃণমূল কর্মীদের এক পক্ষের হাতেই বেধড়ক মার খেয়েছে অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মীরা, এমনটাই দাবি। মারে গুরুতর জখম হয়েছেন দু'জন। তাঁদের মধ্যে একজনের চিকিত্সা চলছে হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই যুব তৃণমূল করার জন্য চাপ আসছিল। কিন্তু মূল দল ছেড়ে যুব তৃণমূলে আসতে রাজি ছিলেন না সাদ্দাম হোসেন পিয়াদা ও সালাম হোসেন পিয়াদা। আর তাতেই এই দুই ভাইকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ।


যুব তৃণমূল কংগ্রেস নেতা ইলিয়াস লস্কর আর তাঁর অনুগামীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। সাদ্দাম হোসেন পিয়াদা কোনওরকমে ক্যানিং হাসপাতালে এসেছেন। ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না তাঁর ভাই। তাঁদের অভিযোগ, বহু তৃণমূল কর্মী আতঙ্কে এলাকাছাড়া। যুব তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন- 'দিদি'দের কোলে বসেই হাতেখড়ি 'পোটলা' ও 'নবমী'র