নিজেস্ব প্রতিবেদন : কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট। দলের প্রাক্তন ব্লক সভাপতির ওপর হামলার ঘটনায় গ্রেফতার, দলের বর্তমান ব্লক সভাপতি তপন দামের ভাই সহ আরও বেশ কয়েক জন। এরা প্রত্যেকেই স্থানীয় বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের অনুগামী হিসেবে পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সাংসদের সামনেই দলের প্রাক্তন ব্লক সভাপতিকে ছুরি


অভিযোগ, ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করেই মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চরমে। মূলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের মধ্যে দ্বন্দ্বই এই গন্ডগোলের মূল কারণ। জলপাইগুড়ির সাংসদ বিজয় বর্মণের সামনে, বৃহস্পতিবার রাতে হামলা হয় লক্ষ্মীকান্ত রায়ের ওপর। তিনি মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। পরের পর ছুরির আঘাতে গুরুতর জখম হন তিনি। আপাতত নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে CCU-তে ভর্তি তৃণমূলের এই নেতা। তিনি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী হিসেবে পরিচিত। কয়েক মাস আগে লক্ষ্মীকান্তকে সরিয়ে, বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের অনুগামী তপন দামকে ব্লক সভাপতি নিযুক্ত করে রাজ্য নেতৃত্ব। অভিযোগ, এরপর থেকেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়।