নিজস্ব প্রতিবেদন:  ফসল কাটাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কেষ্টর গড়।   বীরভূমের মাড়গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে বেপরোয়া বোমাবাজি। তৃণমূল সদস্যের বাড়িতেই বোমাবাজির অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সন্তান হলে বাড়বে সংসারের খরচ, অন্তঃসত্ত্বার পেটে লাথি শ্বশুরের


ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বীরভূমের মাড়গ্রামের  বামদেবপুর এলাকায় ফসল কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কয়েকজন গ্রামবাসী( যাঁরা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত)  জমিতে ফসল কাটচ্ছিলেন। তখনই এক পক্ষ গিয়ে বাধা দেয়।  দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। তা গড়ায় হাতাহাতিতে। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি তখনকার মতো মিটে যায়।


আরও পড়ুন: স্টেশন মাস্টারের ভুলে মাঝের লাইনে ট্রেন, হাওড়া শাখায় রেল অবরোধ


বৃহস্পতিবার সকাল থেকে সেই একই বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। এমনকি স্থানীয় তৃণমূল সদস্যের বাড়িতেও বোমাবাজি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাড়গ্রাম থানার পুলিস। যদিও  তৃণমূলের একপক্ষের অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাও বোমাবাজির ঘটনায় জড়িত।  ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে।