নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের সফরে ভয় পেয়েছে তৃণমূল। তাই শাহের সভার ৩ দিন সেই ময়দানেই সভা করতে হচ্ছে তৃণমূলকে। বুধবার কলকাতায় অমিত শাহের পৌরহিত্যে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকের শেষে জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাত্কারে এমনটাই জানালেন বিজেপি নেতা রাহুল সিন্হা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্বনির্ধারিত সূচি মেনে বুধবার সকালে কলকাতায় পৌঁছন অমিত শাহ। প্রথমেই দলের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার তাঁর পুরুলিয়ার বলরামপুরে জনসভা করার কথা। রবিবার সেই মাঠেই পালটা সভা ডেকেছে তৃণমূল। বিজেপি নেতা রাহুল সিন্হার দাবি, 'অমিত শাহের সভার ৩ দিনের মাথায় পুরুলিয়ায় পালটা সভা ডাক দিয়েছে তৃণমূল। এতেই স্পষ্ট তৃণমূল ভয় পেয়েছে।' 


বলে রাখি, বুধবার কলকাতায় পৌঁছেই তৃণমূলকে বেঁধেন অমিত শাহ। বলেন, 'তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই।' 


তৃণমূলে সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই, কলকাতায় নেমেই বললেন অমিত শাহ


এদিনের বৈঠকে রাজ্যে বিজেপির সাংগঠনিক বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অমিত শাহ। কেন ৩৫ শতাংশ লোকসভা কেন্দ্রের বুথ কমিটি গঠন করা গেল না রাজ্য নেতাদের কাছে তার কৈফিয়ত তলব করেন তিনি। যদিও রাহুলবাবুর দাবি, অমিত শাহের এই সফরে লাভবান হবে দল।