বরুন সেনগুপ্ত: ফের প্রকাশ্য সভায় ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতা তাপস রায়ের। নিজের দলের একাংশের বিরুদ্ধেই এবার মুখ খুললেন তৃণমূল নেতা। তিনি বলেন ‘অন্য দলের বদমাইশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। অন্য দল থেকে আমাদের দলে ঢুকে পড়া আমরা আটকাতে পারিনি, এটাই আমাদের ভুল’। বিস্ফোরক এই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খরদহ বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়েছিল খরদহ রবীন্দ্র ভবনে। আর সেই সভাতেই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক তাপস রায়।


তাপস রায় বলেন, ‘নিজের পায়ের তলায় মাটি শক্ত করার জন্য অন্য দলের বদমাইশগুলো  আমাদের দলে ঢুকে পড়েছে। তারা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। তারা খুঁজেও পেল আমাদের কাউকে কাউকে। আর তারা ঢুকে পড়ল আমাদের দলে। তারা আমাদের দলে ঢুকে নিজেদের কাজ করছে। তারা কি থোরাই আমাদের কাজ করছে। এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। এই জায়গাটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না’।


আরও পড়ুন: Birbhum: ডাইনি অপবাদে মারধর, বীরভূমে মৃত দম্পতি


তাপস রায় আরও বলেন বলেন, ‘ভুল ত্রুটি কি আমাদের নেই? আমাদেরও আছে ভুল ত্রুটি। সেগুলো সবাই শুধরে নেবেন। দম্ভ, অহংকার ছেড়ে আপনারা জনপ্রতিনিধিরা মানুষের কাছে যান। এই জন্যই আপনাদের দল ক্ষমতা দিয়েছে’। জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়ে এই কথা বলেন তাপস রায়।


আরও পড়ুন: Kultali: খাবারে বিষক্রিয়া; কুলতলিতে অসুস্থ শতাধিক, মৃত ১


এছাড়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেন তাপস রায়। তিনি বলেন, ‘কদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বললেন ওকে ক্ষমা করে দাও। প্রিভিলেজ আনতে হবে না। কিন্তু ওই প্রিভিলেজ যদি ঠিকমতো আনতে পারতাম অথবা আনতে দিতেন মুখ্যমন্ত্রী, তাহলে রাহুল গান্ধীর মতো শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যায়’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)