রণজয় সিংহ: ডিজে বাজানোয় কেন আপত্তি? পঞ্চায়েত ভোটের আগে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে! আটক ১০। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার আফজল মোমিন। বাড়ি, কালিয়াচকের রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। একসময়ে ওই পঞ্চায়েতেরই উপপ্রধান ছিলেন আফজল। সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। তাঁকে শ্রদ্ধা করতেন সকলেই।


স্থানীয় সূ্ত্রে খবর, তখন সন্ধে নেমেছে। মঙ্গলবার পিকনিক সেরে পাঠানপাড়া গ্রামের রাস্তা দিয়ে ফিরছিলেন বেশ কয়েকজন যুবক। পাশের গ্রামেই বাড়ি তাঁদের। ওই যুবকদের ডিজে বন্ধ করার অনুরোধ করেন আফজল। তারপর? অভিযোগ, যাঁরা ডিজে বাজাচ্ছিলেন, তাঁরা ওই বৃদ্ধের উপর বাঁশ দিয়ে চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর! রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে, গ্রামের তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাকার শোকের ছায়া। 


আরও পড়ুন: Humayun Kabir: 'হুজুগে আমুদে লোক', তৃণমূল বিধায়কের জন্মদিনে খরচ ১০ লক্ষ?


এর আগে, শিলিগুড়ির নিজের ওয়ার্ডে হামলার মুখে পড়েছিলেন পুরসভার বিরোধী দলনেতা। কেন? তাঁর অভিযোগ, 'আমাদের ওয়ার্ডে তৃণমূল একটি বাল-পাথরের সিন্ডিকেট তৈরি করেছে। এক ভদ্রলোক অন্য জায়গা থেকে বালি পাথর নিয়েছে। রাতে ১৫-২০ ওর বাড়িতে চড়াও হয়। আমাকে ফোন করেন। কাউন্সিলর হিসেবে সেখানে যাই। আমি বললাম, সকালে তোমরা কথা বল। এরপর আমার উপর হামলা করল'। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)