নিজস্ব প্রতিবেদন: ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত রাজ্য৷ বিজেপির (BJP) অভিযোগ তাঁদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন৷ কাঠগড়ায় শাসকদল তৃণমূল ( TMC)৷ এত হিংসার মাঝে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে দেখা গেল উলটো ছবি৷ সেখানে ঘর ছাড়া বিজেপি (BJP) কর্মীদের বাড়ি ফেরালেন তৃণমূল নেতা৷   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সংসদীয় কমিটির বৈঠক হোক ভার্চুয়ালি, লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি Derek-এর


জানা গিয়েছে, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়ান গ্রাম৷ এবারের ভোটে ওই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের (TMC) নিশীথ মালিক৷ অভিযোগ, ২ মে-র পর থেকেই ঘরছাড়া রায়ান গ্রামের বেশকিছু বিজেপি (BJP) কর্মী৷ হামলার ভয়ে তাঁরা বাড়ি ফিরতে পারছিলেন না৷ অবশেষে রবিবার তাঁরা বাড়ি ফিরলেন৷ তৃণমূলের অঞ্চল সভাপতি শেখা জামালের সাহায্যে তাঁরা বাড়ি ফিরলেন৷ তিনিই ওই ঘর ছাড়াদের বাড়ি ফিরে আসতে বলেন৷ তৃণমূল নেতার কথা মতো এদিন সকালে বিজেপি কর্মীরা বাড়ি ফেরেন৷ স্বভাবতই তাঁদের চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ৷ বাড়ি ফিরে খুশি বিজেপি (BJP) কর্মী সামশের আলি৷ তিনি জানান, তৃণমূল নেতা শেখা জামালের কথায় আশ্বস্থ হয়েই ঘরে ফিরেছেন৷ আগামিদিনে তৃণমূলকে (TMC) সমর্থনের কথাও ভাবছেন৷  


আরও পড়ুন: 'হুঁশিয়ার, লাল ঝান্ডা করলে প্রতিটি ঘর শূন্য হবে', CPM কার্যালয়ে পড়ল হুমকি পোস্টার


কেবল ঘরে ফেরানোই নয়, ঘর ছাড়াদের হাতে চাল, ডাল-সহ কয়েকদিনের রসদও তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখা জামাল৷  ইদের মরশুমে নতুন পোশাক কিনে দেওয়ারও আশ্বাস দেন৷ বিরোধী কর্মীদের বাড়ি ফিরিয়ে খুশি তিনি৷ তৃণমূল নেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের অনুপ্রেরণা৷ তৃণমূল নেত্রীর দেখানো শান্তির পথেই তাঁরা চলছেন৷ একই সুর তৃণমূলের ব্লক সভাপতি কাকলি গুপ্তর গলাতেও৷ আগামিদিনে সবাইকে চলতে চান বলে জানান তিনি৷ যদিও এই গোটা ঘটনায় পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷