নিজস্ব প্রতিবেদন : দলনেত্রী নির্দেশ দিয়েছেন কাটমানির টাকা ফেরত দিতে। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দিলেন এক তৃণমূল নেতা। অভিযোগ, উপভোক্তাদের কারও কাছ থেকে ৪ হাজার, কারও কাছ থেকে ১০ হাজার টাকা করে কাটমানি তুলেছিলেন অরুণ গড়াই নামে ওই তৃণমূল নেতা। স্থানীয়দের চাপে পড়ে শেষমেশ সেই টাকা ফেরালেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অরুণ গড়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার ২৫ জন উপভোক্তার কাছ থেকে কাটমানি নিয়েছিলেন। পরিবার পিছু চার থেকে ১০ হাজার টাকা করে কাটমানি তুলেছিলেন। কাটমানি দিতে গিয়ে টাকার অভাবে উপভোক্তাদের অনেকে বাড়ি নির্মাণের কাজও সম্পূর্ণ করতে পারেননি।


আরও পড়ুন, বিজেপিকে 'গোল দিয়ে' দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদও কবজায় নিল তৃণমূল


মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিতেই এলাকার মানুষ কিছুদিন আগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। সেই সময়ই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। আজ সকালে কেশিয়াকোল গ্রামে উপভোক্তাদের  বাড়ি ঘুরে ঘুরে কাটমানির টাকা ফেরত দেন অরুণ গড়াই।