ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের ওয়ার্ড সভাপতি
রাজনৈতিক প্রতিহিংসা না ব্যক্তিগত আক্রোশ?
নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধ্যায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে নির্মল কুণ্ডুর। ঘটনাটি ঘটেছে নিমতার ঠাকুরতলায়।
জানা গিয়েছে, সন্ধেয় পাড়ার মুখে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। ঠিক তখনই বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। নির্মলবাবুর মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। তাঁকে সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মল কুণ্ডুকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। ঘটনাস্থলে পৌঁছন ডিসি জোন ২ আনন্দ রায়। তিনি জানান, তদন্ত চলছে।
এক প্রত্যক্ষদর্শী জানালেন, বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। কিছু বোঝার আগে গুলি চালিয়ে দেয় একজন। কাজ হয়ে গিয়েছে বলে চম্পট দেয় তারা। ঘটনাটি রাজনৈতিক হিংসা না ব্যক্তিগত আক্রোশ? লোকসভা ভোটের পর ওই এলাকায় উত্থান হয়েছে বিজেপির। দু-একটা গণ্ডগোলও হয়েছে। ওই এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস। কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতীদের সনাক্ত করা যায়নি। হেলমেট পরেছিল তারা।
আরও পড়ুন- নিজের কবর নিজেই খুঁড়ছেন মমতা, 'জয় শ্রী রাম' বিতর্কে মুখ খুললেন অপর্ণা সেন