জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: গ্রেফতারির পর সোশ্য়াল মিডিয়ায় নাম না করে অনুব্রতকেই নিশানা? 'প্রতিদিনই একটি বা একাধিক পোস্ট করি। সেই হিসেবে পোস্ট করেছি। কাউকে নির্দিষ্ট করে পোস্ট করিনি', দাবি করলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। বললেন, 'যদি কারও নামে পোস্ট করতে হয়, তাহলে তাঁর নাম কেন উল্লেখ করব না? আমি নাম করে বলব'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের নির্দেশে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবে মেনে নিয়েছেন। এমনকী, প্রকাশ্যে কখনও তাঁর বিরুদ্ধে মুখও খোলেননি। কিন্তু অনুব্রতের সঙ্গে সম্পর্ক কেমন তৃণমূল নেতা কাজল শেখের? নিন্দুকেরা বলেন, 'আদায় কাঁচকলায়'। গরুপাচারকাণ্ডে কেষ্ট এখন সিবিআই হেফাজত। এদিন সকালে ফেসবুকে একটি পোস্ট দেন কাজল। কী পোস্ট? তিনটে সিংহের ছবি দিয়ে ফেসবুকে 'অনুব্রত বিরোধী' তৃণমূল নেতা লেখে, 'চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখে বিষয় অনেকেই সেটা ভুলে যায়'। শুধু তাই নয়, সেই পোস্টটি আবার শেয়ার করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর তাতেই জল্পনা তুঙ্গে।



অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের দলের দায়িত্ব কাকে দেওয়া হবে? সূত্রের খবর, ২-১ দিনের মধ্য়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল নেতৃত্ব। ক্যামাক স্ট্রিটে অফিসে দলের বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নির্ধারিত হতে পারে বীরভূমের ভবিষ্যৎ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্য়েই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল ঘাসফুল শিবিব। স্রেফ মন্ত্রিসভা অপসারণ নয়, দল থেকে বহিষ্কার করা হয় বেহালা পশ্চিমের বিধায়ককে। অনুব্রতের ক্ষেত্রে কি হবে? জল্পনা চলছে শাসকদলের অন্দরেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)