ওয়েব ডেস্ক : ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আশিকুর রহমান। সকালে নতুনহাট বাজারে গুলিবিদ্ধ হন আরাবুল ঘনিষ্ঠ এই নেতা। জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন এই মৃত্যু?


এই নিয়ে দুই ধরণের বয়ান সামনে আসছে। আরাবুল ইসলাম গোষ্ঠীর দাবি, নতুনহাট বাজারে বৈঠক করার সময় জমি-জীবিকা রক্ষা কমিটির লোকেরা আরাবুল ইসলামকে লক্ষ করে দূর থেকে গুলি চালায়। সেই গুলি লাগে আশিকুরের মাথায়। ভাঙড়ে আজ জমি জীবিকা রক্ষা কমিটির মিছিল রয়েছে। কমিটির দাবি, মিছিল রুখতে নতুনহাটে লোক জমায়েত করে আরাবুল গোষ্ঠী। খাওয়া দাওয়া চলছিল। তখনই বন্দুক পরীক্ষা করার সময় অসাবধানে গুলি ছুটে লাগে আশিকুরের মাথায়। পুলিস গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সত্যতা স্বীকার করলেও, গুলি চলার কোনও কারণ এখনও দেখায়নি।


আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘর গুছোতে উত্তর ২৪ পরগনায় ময়দানে তৃণমূল