ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দলে প্রাণ গেল এক তৃণমূলকর্মীর। পূর্ব বর্ধমানের ভাতারে বোমার আঘাতে মৃত্যু হয়েছে রমজান মোল্লা নামে ওই ব্যক্তির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে সাইকেলে রেশন তুলতে যাচ্ছিলেন রমজান মোল্লা। তখনই তাঁর ওপর বোমা নিয়ে হামলা চালায় তৃণমূলের বিরোধী গোষ্ঠীর লোকজন। বুকে বোমা লাগে রমজানের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 


ভাতারে প্রাক্তন বিধায়ক বনমালি হাজরার সঙ্গে তৃণমূল নেতা মানগোবিন্দ হালদারের গোষ্ঠীর দ্বন্দ দীর্ঘদিনের। এবার পঞ্চায়েত নির্বাচনে বনমালীর গোষ্ঠীর শান্তনা বেগমকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে মানগোবিন্দর শিবির থেকে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শামিমা বেগম। 


নাতির মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী ঠাকুরমা


মনোনয়ন পেশের পর থেকেই মানগোবিন্দ শিবিরকে ধমকাচ্ছিল বনমালীর গোষ্ঠীর লোকজন। তবে তাতে কাজের কাজ হয়নি। নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে এই খুন বলে দাবি বিরোধী শিবিরের। 


মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে শনিবার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।