নিজস্ব প্রতিবেদন : এক তৃণমূল নেতার রহস্যমৃত্যু হল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। মৃতের নাম সুদীপ দাস। এদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃত সুদীপ দাস মধ্যমগ্রামে তৃণমূলের ওয়ার্ডে প্রেসিডেন্ট ছিলেন। গতকাল শনিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিন সকালে একটি কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মধ্যমগ্রামের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত কারখানাটি। সুদীপ দাসের বাড়িও এক নম্বর ওয়ার্ডেই। বাড়ি থেকে কারখানটির দূরত্বও বেশি নয়।


গতকাল থেকেই সুদীপ দাসের কোনও খোঁজ মিলছিল না। এদিন সকালে কারখানা থেকে দুর্গন্ধ বেরতে শুরু করলে, শুরু হয় খোঁজ। তখনই সেপটিকের মধ্যে পড়ে থাকা সুদীপ দাসের দেহটি নজরে আসে স্থানীয়দের। তাঁরাই পুলিসে খবর দেন। এরপর পুলিস এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন, চপার দিয়ে কুপিয়ে খুন বিজেপি নেতা, অভিযোগের নিশানায় তৃণমূল


পুলিশ জানিয়েছে, মৃতদেহের মাথায় ভারী আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে সুদীপ দাসকে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।