বুথের মধ্যে বিজেপি এজেন্টকে চড় মন্ত্রী রবীন্দ্রনাথের
এরপর রবীন্দ্রনাথবাবুর সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরাও তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। সূত্রের খবর, এলাকায় বিজেপি দৌরাত্ম্যই মন্ত্রীর ক্ষোভের কারণ। যদিও এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদন: ভোট চলাকালীন বুথ পরিদর্শনে গিয়ে হঠাত্ মেজাজ হারিয়ে বুথের মধ্যেই এক বিজেপি এজেন্টকে সপাটে চড় কষালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জি ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। খবর সম্প্রচারিত হওয়ার পরই ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
সোমবার সকালে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর এলাকা পরিদর্শনে বেরোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের নাটাবাড়িতে এক বিজেপি এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। অভিযোগ, তর্ক বিতর্কের মাঝেই বিজেপি এজেন্টকে সপাটে চড় মারেন রবীন্দ্রনাথবাবু।
আরও পড়ুন: LIVE : বাংলাদেশ থেকে লোক এনে ভোট লুটের চেষ্টা বিজেপির, অভিযোগ জ্যোতিপ্রিয়'র
এরপর রবীন্দ্রনাথবাবুর সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরাও তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। সূত্রের খবর, এলাকায় বিজেপি দৌরাত্ম্যই মন্ত্রীর ক্ষোভের কারণ। যদিও এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ক্যারিশ্মার জোরেই তিনি উত্তরবঙ্গের ‘কেষ্টা দা’! চেনেন তাঁকে?
ঘটনার দৃশ্য টিভিতে সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এ বিষয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।