নিজস্ব প্রতিবেদন: একই দিনে জোড়া পতন! শীলভদ্র দত্তের পর এবার তৃণমূলের সম্পর্ক ছিন্ন করলেন বিধায়ক বনশ্রী মাইতিও (Banasri Maity)। শুভেন্দু খাসতালুক পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর কেন্দ্রের বিধায়ক তিনি। প্রাথমিক সদস্যপদ-সহ দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়ে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়ে দিয়েছেন TMC রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi)। শনিবার মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় কি হাজির থাকবেন? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন বনশ্রী (Banasri Maity)। তিনি লিখেছেন,'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন।' শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত বনশ্রী। ফলে শুভেন্দুর সঙ্গে তিনিও দলত্যাগ করতে পারেন বলে মনে করা হয়েছিল। সেই মতো এ দিন ইস্তফাপত্র পাঠিয়ে দেন উত্তর কাঁথির মহিলা বিধায়ক। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভা। ওই সভাতেই কি বনশ্রী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন?     



অন্যদিকে, সূত্রের খবর, শনিবার মেদিনীপুরে কপ্টারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সহযাত্রী হবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক শনিবার দল ছাড়বেন। হাতে তুলে নেবেন পদ্মপতাকা।


 


আরও পড়ুন- দলের বোঝা, ভাল হচ্ছে নিজেরা ছেড়ে দিচ্ছে, জয় নিশ্চিত, কোর কমিটির বৈঠকে Mamata