অনুপ দাস: 'কালী'কে নিয়ে তাঁর করা মন্তব্যে বিকর্ত তুঙ্গে। বিভিন্ন থানায় তাঁর নামে অভিযোগ জমা পড়েছে। সরব বিজেপি। যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই মহুয়া মৈত্র (Mahua Moitra) কোথায়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বর্তমানে নদিয়ার করিমপুরের বাড়িতে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে কারও সঙ্গে কথা বলছেন না সাংসদ। সকাল থেকে নাকি বাড়ির বাইরেও বের হননি। বুধবার বিকেলে করিমপুরের বাজিতপুরের গোপালপাড়া এলাকায় তাঁর একটি কর্মিসভা রয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সেখানেও যাননি তিনি। 


সম্প্রতি একটি তথ্যচিত্রের পোস্টারে কালী ধুমপান করছেন বলে দেখানো হয়েছে। এনিয়েই মহুয়াকে প্রশ্ন করা হয়। মহুয়া এনিয়ে আরও বলেন, সিকিমে গেলে দেখবেন কালীকে মানুষ প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন। আবার উত্তরপ্রদেশে আপনি যদি ওই কাজ করতে যান তাহলে আপনার বিরুদ্ধে ধর্ম বিরোধিতার অভিযোগ উঠবে। 


মহুয়ার (Mahua Moitra) ওই মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী আজ বলেন, বাঙালিদের কাছে কালী গুরুত্বপূর্ণ আরাধ্যা দেবী। দুর্গার পরই কালীকে পূজন, ভজন ও বন্দন আমরা সবচেয়ে বেশি করে থাকি। কালীপুজোর দিনে উপবাসে থাকেন না এমন বাঙালি হিন্দুদের মধ্যে খুব কম মানুষ পাওয়া যাবে। তাই কালীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে তাতে ওই সাংসদের রাজনৈতিক দল কী করল তা দেখব না, আমি দেখব পশ্চিমবঙ্গের পুলিসকে। ইতিমধ্য়েই ওই সাংসদের বিরুদ্ধে রাজ্যে শয়ে শয়ে এফআইআর হয়েছে। সকাল নটা পর্যন্ত রাজ্যে ২০টি এফআইআর হয়ে গিয়েছে। ওইসব এফআইআর কার্যকর করতে হবে। আমি দশ দিন দেখব। এগারো দিনের দিন আমি পুলিসি নিষ্কৃীয়তার অভিযোগ নিয়ে উচ্চ আদালতে যাব।   


পাল্টা টুইট করে মহুয়া মৈত্র (Mahua Moitra) লিখেছেন, আমিও কালীভক্ত। কোনও কিছুতেই আমি ভয় পাই না। আপনাদের গুন্ডাদেরও নয়, অজ্ঞতাকেও নয়। পুলিসকে নয়। এমনকি আপনাদের ট্রোলকেও নয়। সত্যের কোনও ব্যাকআপ ফোর্সের দরকার পড়ে না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)