নিজস্ব প্রতিবেদন:   ক্যানিং গুলিকাণ্ডে কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের।  ব্লক যুব সভাপতির পদ থেকে পরেশ দাসকে সরানোর নির্দেশ দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সোমবার সকালে একথা ঘোষণা করেন জেলার যুব কার্যকরী সভাপতি।  রবিবারের সংঘর্ষের পর  সোমবার সকাল থেকেও থমথমে ক্যানিং। এলাকায় মোতায়েন পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আজও থমথমে ক্যানিং, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৫


ক্যানিংয়ে যুবক খুনের  ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিস।   রবিবার ক্যানিং বাসস্ট্যান্ডে জেলা পরিষদের সভাধিপতি শামিমা  শেখকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যুব তৃণমূল। ওই অনুষ্ঠানে যোগ দিতে ক্যানিংয়ের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। গোলাবড়ি এলাকায় যুব তৃণমূল কর্মীদের উপরে হামলা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্থার প্রতিবাদ, বারাকপুরে রেল অবরোধ


গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই  মৃত্যু হয় মিজানুর রহমান নামে এক তৃণমূল কর্মীর। আহত হয়েছেন আরও ৩ জন।  ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই  দু'পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। রবিবার তা ব্যাপক আকার ধারণ করে। গোলাগুলি, বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় এলাকায়।  ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে স্থানীয় যুব তৃণমূল নেতা পরেশ দাসের বিরুদ্ধে।  গোলাবাড়ি পঞ্চায়েতে প্রধান খতিব সর্দারের  সোমবারই  দাবি করেছিলেন, ‘আগেই বুঝেছিলাম হামলা হতে পারে। পুলিসকে জানিয়েছিলাম। কিন্তু পুলিস সময়ে আসেনি।