জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে এসএসসি দুর্নীতি, অন্যদিকে গোরুপাচার কাণ্ড। এক মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়। অন্য মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। নিঃসন্দেহে দুই-ই অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের। কিন্তু তারপরেও তৃণমূলেই অটুট মানুষের ভরসা। তা আরও একবার প্রমাণ করল আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ও বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। দুই ক্ষেত্রেই জয় পেল তৃণমূল কংগ্রেস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসানসোল পুরনিগনমের উপনির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আসানসোলের মহানগরিক বিধান উপাধ্যায়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিধান উপাধ্যায়। সপ্তম ও চূড়ান্ত রাউন্ড গণনার শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের প্রাপ্ত মোট ভোট ৬,৬৮৩। দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী শুভাশিস মন্ডলের প্রাপ্ত ভোট ১,২০৬। বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৪৮৫। আর কংগ্রেসের প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৮৩। অর্থাৎ, ৫৪৭৭ ভোটে জয়লাভ করেন বিধান উপাধ্যায়। জয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় শংসাপত্র গ্রহণ করেন মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজার কাছ থেকে। পাশাপাশি, তৃণমূলের জয়ের পর আনন্দ-উল্লাস ও আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী ও সমর্থকরা।


অন্যদিকে, বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের গণনা শেষে দেখা যায়, জয়ী প্রার্থী তৃণমূলের পাপাই রাহার প্রাপ্ত ভোট ২,৮৪২। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অরূপ কুমার পালের প্রাপ্ত ভোট ৭২৪। আর সিপিআইএম-এর ধৃতিমান পালের প্রাপ্ত ভোট ৩৩২। আর কংগ্রেসের প্রভাস পাল পেয়েছেন ৫২ ভোট। বনগাঁ পুরসভা উপনির্বাচনেও তৃণমূলের জয়ের পর আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় শাসকদলের কর্মী, সমর্থকদের। 


আরও পড়ুন, Abhishek Banerjee: 'পঞ্চায়েত ভোটে জোরজুলুম করা যাবে না', ফের কড়া বার্তা অভিষেকের


প্রসঙ্গত, আসানসোল পুরসভার মেয়র হিসেবে আগেই বিধান উপাধ্যায়ের নাম ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জিতে সেই মেয়র পদে পাকাপোক্ত সিলমোহর দিলেন বিধান উপাধ্যায়। ১৮ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে বিধান উপাধ্য়ায়ের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তখন তিনি ছিলেন বারাবণির বিধায়ক। এখন আসানসোল পুরনিগমের মেয়র হতে গেলে ৬ মাসের মধ্যে তাঁকে কাউন্সিলর হিসেবে ভোটে জিততে হত। আর সেটাই জিতে মেয়র পদে সিলমোহর দিলেন বিধান উপাধ্যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)