২৯/২৯, সবই জিতল তৃণমূল, হলদিয়া পুরসভা `সিপিএম শূন্য`
হলদিয়া: দীর্ঘ দিনের লাল দূর্গে এবার ঘাসফুলের ঝড়। বাম ঘাঁটি হিসেবে পরিচিত হলদিয়া পুরসভার দখল এবার শাসক দলের হাতে। এতদিনের বাম শাসিত হলদিয়া পুরসভার মোট ২৯টি আসনের মধ্যে ২৯টি আসনেই জয়যুক্ত হল তৃণমূল কংগ্রেস। সিপিএম-কংগ্রেস-বিজেপি কোনও বিরোধীই হলদিয়া পুরসভায় একটি আসনও জিততে পারল না। আর এই বিরাট জয়ের সঙ্গেই রাজ্যের পুরনির্বাচনে কুপার্স ক্যাম্পসহ, দুর্গাপুর এবং হলদিয়া পুরসভায় বিরোধীশূন্য বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, এবার হলদিয়া পুরসভা নিজেদের দখলে নিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন সাংসদ তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একটা সময় পর্যন্ত একসময়ের তাবড় সিপিএম সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা লক্ষ্মণ শেঠের নেতৃত্বেই হলদিয়ায় রাজ করেছে বামেরা। ইতিহাস বলছে, লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ যখন চেয়ারম্যান নিযুক্ত হন সেসময়ও হলদিয়া পুরসভায় ছিল 'সিপিএম রাজ', ১১ আসনেই জিতেছিল তৃণমূল। এবার যখন ক্ষমতার রদবদল হয়ে তৃণমূল ক্ষমতা পেল, তখন হলদিয়া পুরসভা একেবারে বিরোধীশূন্য। তৃণমূলের বিরাট জয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, "মানুষ নিজের ভুল বুঝতে পেরে আমাদের ভোট দিয়েছেন"।