কিরণ মান্না: নন্দীগ্রামের পর এবার কাঁথির বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে একতরফা জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। কড়া পুলিসি নিরাপত্তায় ৯ আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিজেপি প্রার্থী না দিলেও তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘাতের আবহে হওয়া এই ভোটে ছিল নজরকাড়া নিরাপত্তা ব্যবস্থা। বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্য়াঙ্কের ডিরেক্টর নির্বাচনে রামনগর বিধানসভা থেকে ৪ নতুন প্রার্থী জয়লাভ করেন। এদের মধ্যে রয়েছেন দিলীপ জানা, উত্তম জানা, সুপ্রকাশ গিরি ও চন্দন নন্দ। কাঁথি পুরসভার এগরিকালচারাল বিভাগে জয়ী হয়েছেন বিকাশ বেজ ও সত্যজিত্ খাঁড়া। নন এগরিকালচারাল বিভাগে জয়ী স্বপন পয়ড়া, এগরিকালচারাল বিভাগে জয়ী পার্থসারথী দাস ও নন এগরিকালচালার বিভাগে জয়ী তরুণ মাইতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দলের নির্দেশ! মিডিয়াকে 'বয়কট' করলেন মদন মিত্র


এদিন নির্বাচনের ফল প্রকাশের পর কাঁথির যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, কোনও এক নেতা কাঁথিতে বসে রামনগরের মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু রামনগরের মানুষ প্রমাণ করে দিয়েছেন টাকা দিয়ে রামনগরের মানুষদের কেনা যায় না।


উল্লেখ্য, গত ২২ জুলাই নন্দীগ্রাম সমবায়ের ভোটে একতরফাভাবে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় জিতলেও সমবায় ব্য়াঙ্কের নির্বাচনে একেবারে শূন্য হাতেই ফিরতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিরুলিয়া পঞ্চায়েতের সমবায় ব্যাঙ্কের ভোটে ৫২টি আসনের মধ্যে ৫১ আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একটি মাত্র আসনে জেতে সিপিএম। এই বিরুলিয়া পঞ্চায়েতই শুভেন্দুকে লিড দিয়েছিল। 


অন্যদিকে, গত সপ্তাহেই হুগলির সিঙ্গুরে বামেদের দখলে থাকা একটি সমবায় বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে সমবায়ে ২৯ আসনে প্রার্থী দিয়ে একটিমাত্র আসনে জয়ী হয় সিপিএম। বাকী ৫১ আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)